অনেকে বলেন ভাই একটা চাকরি দিবেন? আপনার এখানে কোন কাজের সুযোগ আছে? একটা চাকরি খুব দরকার। যেকোন কাজ করতে পারব।
আচ্ছা, যে কেউ কি চাকরি দিতে পারে?
কই আজ পর্যন্ত তো এমন শুনলাম না ভাই আমাকে চাকরি পাবার কৌশল শিখিয়ে দিবেন? হাতে গোনা কয়েকজন ছাড়া।
আসলে আমরা ভুলেই যাই, যেটা পেতে নিজেকে পরিশ্রম করেতে হয় তা চাইলেই কেউ দিবে না। বরংচ সাহায্য করতে পারেন।
সরাসরি চকরি না চেয়েঃ-
-ভাই/স্যার, আমাকে চাকরি পাবার কৌশল শিখিয়ে দিন৷
– আমাকে চাকরি পরিবর্তনের কৌশল শিখিয়ে দিন।
– আমাকে ইন্টারভিউ কৌশল শিখিয়ে দিন।
– আমার ক্যারিয়ার সফল করতে কি কি করতে হবে বলে দিন।
– কিভাবে ক্যারিয়ারে প্লান করতে হয় তা শিখিয়ে দিন।
– কিভাবে গোল সেট করতে হয় আমাকে শিখিয়ে দিন।
– কিভাবে কিছু কোম্পানি সিলেক্ট করতে হয়।
– কিভাবে একটি ড্রিম জব অর্জন করতে হয়।
– আবেদন করার কিছু নিয়ম শিখিয়ে দিন।
-রিজুমি কিভাবে লিখতে হয় তা শিখিয়ে দিন।
-শুনেছি লিংকডিনে কিছু হয় না, কিন্তু আমার মনে হয় এখানে অনেক কিছু করা সম্ভব। সেই বিষয়গুলো কি?
– বিডিজবসকে কত বার গালি দিয়েছি তার ঠিক নাই। কিন্তু আমরা সঠিকভাবে বিডিজবস আপডেট করতে না পারলে তাদের কিছু করার নাই। সেটা কি জানতে চাই।
#jobsearch #careercoaching #counseling #interviewprepration #bdjobs #linkedin #applicationsystem #amrito