Skip to content
Blog » কারণ না থাকলে হকার, বাটপার এভাবে বলে না

কারণ না থাকলে হকার, বাটপার এভাবে বলে না

  • by

বাংলাদেশের মানুষ রিজুমি লেখকদের হকার, বাটপার এভাবে বলেন কেন?

কারা এসব বলেন?

তারা কোন ধরনের প্রফেশনাল?

তারা কি ভাল কিছু করেছেন ক্যারিয়ারে?

তাদেরকে কত জন চেনেন, জানেন?

আমার কানেকশনে এমন কেউ থাকলে দয়াকরে আমাকে না বলে চলে যান কারন আমি একজন রিজুমি লেখক।

একটা কথা শুনে রাখুন নিজের রিজুমি নিজে করেন আর রাইটারকে দিয়ে করার তবুও একটু এগিয়ে থাকুন।

আর একটা বিষয় আমার কাছে যারা রিজুমি লিখিয়েছেন তাদেরকে অনুরোধ করব আমার বাটপারির বিষয় টা একটু বলে যান এই পোস্টের কমেন্টে।

আর একটা কথা বলি যারা ছয়মাস বা তার বেশি আবেদন করেই চলেছেন কিন্তু কোন চাকরি নিতে পারেন নি, তাদের একটু অনুরোধ করব আমাকে কল করতে 01943757165 (হোয়াটস্যাপ)