Skip to content
Blog » ইন্টারভিউতে ডেকে অপমান!

ইন্টারভিউতে ডেকে অপমান!

  • by

আজকাল অনেকেই বলেন, ওরা শুধু ইন্টারভিউতে ডাকে, চাকরি দেয় না। এইটা এক ধরনের অপমান! ভাই, ইন্টারভিউতে ডাক পাওয়া মানে অপমান না, বরং এটা আপনার স্কিলের রেসপন্স। আপনি যদি shortlist হন, তার মানে আপনার সিভি কেউ দেখেছে, আপনাকে নিয়ে ভাবছে। ইন্টারভিউ তো একটা সুযোগ, নিজেকে প্রমাণ করার জায়গা-না যে কেউ আগে থেকেই বলেই দিবে আপনি সিলেক্ট। আপনার জায়গায় আরেকজন হলে হয়তো সেই সুযোগটাই পেত না।

হ্যাঁ, সব কোম্পানি ভালো আচরণ করে না, কেউ সময় নেয় না, কেউ ইনফর্ম করে না। এই ব্যাপারগুলো দুঃখজনক। কিন্তু এজন্য আপনি নিজেকে ছোট মনে করবেন কেন? আপনি নিজের জন্য চেষ্টা করছেন, এগিয়ে যাচ্ছেন। সবার চাকরি হয় না, কিন্তু সবার চেষ্টা বিফলে যায় না। ইন্টারভিউ মানে রিজেকশন না এটা একটা স্টেপ, একটা যুদ্ধের ট্রায়াল। তাই পরেরবার কেউ ডাকলে মনে রাখবেন আপনি অপমানিত না, আমি প্রস্তুত। নিজেকে ছোট ভাবা বন্ধ করেন ভাই, ইন্টারভিউ একটা স্টেজ not a verdict.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *