Skip to content
Blog » Skills VS Willpower For Every Professional

Skills VS Willpower For Every Professional

  • by

২০২২ সালের জুন মাসে লিংকডিনে একটি পোল করেছিলাম প্রফেশনালদের কোনটি বেশি দরকার skills নাকি willpower? বেশিরভাগ প্রফেশনালরা দেখি সেখানে স্কিল’স এর দলে। আমিও এর বিপক্ষে নই। তবে, দুইটা ঘটনা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি।

ঘটনা একঃ

আপনারা নিশ্চই Karoly কে চেনেন? তার জন্ম হাঙ্গরিতে ১৯১০ সালে। সে একজন আর্মি অফিসার ছিলেন এবং সে নামকরা একজন পিস্তল শুটার। তার গল্প নিশ্চই শুনেছেন? সে অনেক বারই Olympic চ্যাম্পিয়ান ছিলেন। ১৯৩৯ এর দিকে আর্মিতে থাকা অবস্থায় পেটো মারতে গিয়ে তার হাত চলে যায়। যুদ্ধের প্রস্তুতি নিতে গিয়ে যে হাত দিয়ে সে Olympic প্রতিযোগিতায় প্রথম হতো, সেই হাত চলে যায়। কিছুই থাকলো না তার কাছে শুধু জ্ঞান এবং Willpower ছাড়া। তার পরও সে বললেন ডান হাত নাই তো কি হয়েছে বাম হাত দিয়ে Olympic লড়বো। কোথায় ডান হাত কোথায় বাম হাত! ১ বছর এর মত সময় লাগে নিজেকে তৈরি করতে এবং সে বাম হাতেই সফল হয় প্রথম স্থান দখল করে। তিনিই প্রথম পরপর দুইবার Olympic গোল্ড মেডেল পান। প্রতিযোগিরা তাকে দেখে কিছুটা তাচ্ছিল্য করলেও পরে তার একাগ্রতা, দৃড়তা দেখে সবাই চুপশে যায়।

ঘটনা দুইঃ

এক জেলে মাছ ধরতে গেল বনের ভেতরে। সারাদিন মাছ ধরার পর সেই জেলে তার কুঠিরে ফিরে গেল। পরেরদিনও সে মাছ ধরতে গেলো, সেদিন সে অনেক মাছ পেলো। কি চিন্তা করছেন পরের দিনও মাছ ধরতে যাবে সেই জেলে?

পরের দিন জেলে চিন্তা করল একটু পরে যাই মাছ ধরতে। আর একটু। আ হা, না আজ আর মাছ ধরবো না। যাই বনের ভেতর নাচ-গান হচ্ছে একটু দেখে আসি।

চতুর্থ দিনে সে বললো আজ আর যাব না শরীররে ভেতর কেমন যেন করছে। নানান বাহানা দিতে থাকলো। সে আজও মাছ ধরতে গেল না। শুধু আজ নয়, সে জীবনে আর কোনো দিন মাছ ধরতে গেলো না। সে জানে কিভাবে মাছ ধরতে হয় সেটাই তার স্কিল কিন্তু তার ইচ্ছাশক্তি নাই।

তাহলে, কি বলবেন Skills না কি Willpower সবচেয়ে গুরুত্বপূর্ণ? আসলে দুটোই খুবই গুরুত্বপূর্ণ। একটাকে বাদ দিয়ে আরেকটা সম্ভব নয়। তবে, ইচ্ছা না থাকলে কোনভাবে সেই কাজ করা সম্ভব নয়। skills তৈরি করা যায় কিন্তু willpower ভেতর থেকে আসে। যেমন ধরুন আমি অমৃত একজন সামান্য মানুষ, সারাদিন কত কিছু করি কিসের বলে? সবই এই willpower মামা আমাকে করতে শেখায় বাকিটা প্রাকটিস। অবশ্য এটাও দিনে দিনে আয়েত্ত করা যায়, যার সামান্য কিছু আমি এখানে তুলে ধরেছি

Willpower আয়েত্ত করার কৌশল:

১। একাগ্রতা: যে কোন কাজ করার আগে ভাবুন কাজটি কেন করব? কিভাবে করব? ফলাফল কি হবে?
২। সমাধান: সমস্যাকে সমস্যা আকারে না দেখে সমাধান করা।
৩। সাধনা: দিনের একটি অংশ কাজ ও নিজেকে নিয়ে সাধনা করা।
৪। মেডিটেশন: নিজের মস্তিষ্ক ও শরীর অত্যান্ত প্রিয় এবং দরকারি সেটাকে কানেক্ট করা।
৫। ওপেন মাইন্ড: রাগ, কাঁদা-ছোড়াছুড়ি থেকে বিরত থাকা। আমাদের চারপাশে শেখার অনেক কিছু থাকে ফ্রিতে, কিন্তু আমরা তার সব টুকু নিতে পারি না।
৬। ড্রিম: সপ্নSkills VS Willpowerকে বাস্তবায়ন করতে সেই কাজ সম্পর্কে নিজেকে পরিচয় করানো।
৭। প্রাকটিস: কোনো কাজ এমনিতেই হয় না, তার জন্য চাই প্রাকটিস ও পরিকল্পনা।
৮। ভয়কে জয় করা:
৯। সহজে হার না মানা:

Willpower নিয়ে আপনার মতামত কি?