International Job For Bangladeshi

International Job For Bangladeshi

International Job For Bangladeshi: বাংলাদেশ থেকে ১০০ জন ইচ্ছাপোষণ করুন Google, Microsoft, Apple, Meta, Linkedin, Walmart, Amazon, SpaceX এর মতো জায়ান্ট কোম্পানিতে কাজ করতে। ২ বছর নিজেকে তৈরি করুন এরপর দেখবেন ৩০ জন তালিকাতে চলে এসেছেন। পরেরবার এই সংখ্যাটা আরো বাড়তে থাকবে।
আগেই যদি চিন্তা করে রাখেন এটা হবে না, এটা সম্ভব না, আদেও পারবো না। তাহলে আপনার মস্তিষ্ক সিগন্যাল দিতে থাকবে আমাকে দিয়ে হবে না।
তাই তো আমাদের দেশের তরুনরা সেই সকল চাকরিতে ঝুঁকে পড়ছেন বেশি যেখানে নিশ্চয়তা আছে, চাকরি যাওয়ার ভয় নাই, পরিশ্রম কম। এখন থেকে ভাবনা টা একটু গভীরভাবে ভাবুন।
বলুনতো একটি বিল্ডিং কয়বার তৈরি হয়? একবার?
না। একটি বিল্ডিং তৈরি করা হয় তিনবার প্রথম মস্তিষ্কে, দ্বিতীয়ত ডিজাইনে, তৃতীয় বাস্তবে। এটাই মাইন্ড প্যাটার্ন। আমাদের মস্তিষ্ক এভাবেই কাজ করে। আমরা যা চিন্তা করি তা বাস্তবে রূপ নিতে চায়। তাই মস্তিষ্ককে সঠিক ইনস্ট্রাকশন দিন। International Job For Bangladeshi
আগামী ১৫-২০ বছরের কথা চিন্তা করেন বাংলাদেশ থেকে উপরে বর্ণিত যে কোম্পানিগুলোর নাম এখানে তুলে ধরা হয়েছে সেখানকার CEO হিসেবে কাজ করতে পারবেন। এ বিষয়ে যদি চিন্তাও না করেন সেখানে যাওয়া সম্ভব?
Share with your friends and colleagues

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *