CV Review

আপনি কি সিভি রিভিউ করিয়ে নিজের সিভি নিজে লিখতে চাইছেন?

যদি ৩ থেকে ৫ টি জবে আবেদন করে একটিও ইন্টারভিউ কল না আসে, তবে বুঝবেন আপনার আবেদন, সিভি, কভার লেটারে সমস্যা আছে। তা ছাড়া তো কিছু হতে পারে না ৫ টি কোম্পানিতে হয়তোব মামা খালুর দরকার হয় না। আপনার ১০ বছর অভিজ্ঞতা ও দক্ষতা আছে কিন্তু হয়তো সেখানে পৌছাতে পারছেন না, তাহলে কি করবেন?

একটু সময় নিন, একটি একটি করে ঠিক করুন। আপনার সিভিটি চেক করার জন্য পাঠাতে পারেন এখানে।  

আপনি যদি সিভি রিভিউ করিয়ে নিজের সিভি নিজে লিখতে চান, তবে আপনার সিভিটি চেক করার জন্য পাঠাতে পারেন এই লিংকে এখানে তথ্য দেওয়ার পর আমি আপনাকে সিভি রিভিউ করার সময় বলে দিব ইমেইল করে। বিস্তারিত জানতে আমাকে +8801943757165 হোয়াটঅ্যাপ কল করতে পারেন।

নবীনরা এখানে সিভি না পাঠানোই উত্তম, কারন আপনাদের সিভিতে লেখার তেমন কিছু নাই। একটা পেজে আপনার সম্পর্কে লিখে রাখলে হবে সাথে একটা কাভার লেটার। তাদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং সেবাটি উত্তম। কাউন্সেলিং এর জন্য এখান থেকে ক্যারিয়ার কাউন্সেলিং সিলেক্ট করুন। 

আপনি যদি সিভি রিভিউ করিয়ে নিজের সিভি নিজে লিখতে চান, তবে এই প্রোগ্রামটি আপনার জন্য। সিভি, কভার লেটার, লিঙ্কডইন, বিডিজবস এবং Q & A সেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা থাকে ১ ঘণ্টার এই প্রোগ্রামটি ডিজাইন করা।

   
Share with your friends and colleagues